খুলনায় অসহায় শিল্পী কলা কুশলী ও কবি সাহিত্যিকদের প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

দেশব্যাপী করোনা ভাইরাসজনিত কোভিড-১৯ এর সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সরকার ঘোষিত বিধি-নিষেধের ফলে খুলনা জেলার ২৯৭ জন দুঃস্থ-অসহায় ও প্রান্তিক কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের নির্দেশিত ফরমে আবেদনের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রত্যেকের অনুকূলে ১০,০০০/- (দশ হাজার) টাকার চেক বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে খুলনা জেলার জন্য বরাদ্দকৃত মোট অর্থ ২৯,৭০,০০০/- (ঊনত্রিশ লাখ সত্তর হাজার) টাকা। বরাদ্দপ্রাপ্ত প্রত্যেক শিল্পীর অনুকূলে চেক প্রদানের জন্য খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২২ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ তারিখ) বেলা ১২.০০ মি.-এ খুলনা সরকারি মহিলা কলেজ, বয়রা, খুলনা’র অডিটোরিয়ামে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক। গেস্ট অব অনার হিসেবে জুম অ্যাপে সংযুক্ত ছিলেন খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সেখ সালাহউদ্দিন জুয়েল। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেন।
উল্লেখ্য, দেশব্যাপী করোনা ভাইরাসজনিত কোভিড-১৯ এর সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সরকার ঘোষিত বিধি-নিষেধের ফলে অনেক শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিক কর্মহীন হয়ে পড়েছেন। অনেক দুঃস্থ-অসহায় শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিক কাজের অভাবে মানবেতর জীবন যাপন করছেন। শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকরা হলেন সংস্কৃতির ধারক ও বাহক। একটি দেশের কৃষ্টি-কালচার ও ঐতিহ্য এগিয়ে যায় তাদের হাত ধরে। তাই করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণজনিত কারণে সারা দেশের কর্মহীন দুঃস্থ-অসহায় শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের অনুকূলে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে অনুদান প্রদানের নিমিত্ত এই অর্থ বরাদ্দ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা মোঃ সাদিকুর রহমান খান, খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহিদ হোসেন এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুবুল আলম সোহাগ। উল্লেখ্য অনুষ্ঠানটিতে বরাদ্দপ্রাপ্ত শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকগণ সামাজিক দূরত্ব ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করেন।