শিরোনাম

South east bank ad

মেডিকেলে ভর্তিতে অনিশ্চয়তা : পাশে দাড়ালেন বরগুনার জেলা প্রশাসক

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

মেডিকেলে ভর্তিতে অনিশ্চয়তা : পাশে দাড়ালেন বরগুনার জেলা প্রশাসক

ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে বরগুনার বেতাগী উপজেলার করুণা গ্রামের মেধাবী শিক্ষার্থী মো: হাসান মাহমুদ এর। অর্থাভাবে তার মেডিকেল কলেজে ভর্তিতে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এ খবর জানতে পেরে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান হাসান মাহমুদও তাঁর পরিবারের সদস্যদের নিজ কার্যালয়ে তাকে আমন্ত্রণ জানান। তাঁর পরিবারের খবর নেন এবং পরামর্শ, উৎসাহ ও উন্নত জীবন গঠনে মূল্যবান দিক নির্দেশনার পাশাপাশি আর্থিক প্রণোদনা প্রদান করেন। বরগুনার মেধাবী শিক্ষার্থীদের মেধা-মননের পরিচর্যায় জেলা প্রশাসক এর নানামুখী সৃজনশীল উদ্যোগের মধ্যে অন্যতম হলো উচ্চশিক্ষা গ্রহণে মেধাবী শিক্ষার্থীদের আর্থিক ও মানসিক সহায়তা দান কর্মসূচি।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: