দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন নারায়ণগঞ্জ জেলা জেলা প্রশাসক

গতকাল কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন নারায়ণগঞ্জ জেলা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। নারায়ণগঞ্জের জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক টিকা গ্রহণের পর বলেন, যারা কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেননি তাদের রেজিস্ট্রেশনপূর্বক কোভিড-১৯ ভ্যাকসিন নিতে আহবান জানান। এছাড়া যারা প্রথম ডোজ গ্রহণ করেছেন তাদের নির্দিষ্ট সময়ে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি গ্রহণ করার আহবান জানান। এসময় তিনি ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখার বিষয়ে উপস্থিত সকলকে পরামর্শ দেন।