বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরে বোরো ধান কাটা উৎসব উদ্বোধন

আজ সকালে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে বিশ্বম্ভরপুর উপজেলায় করচার হাওরে বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুনামগঞ্জ মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ ফরিদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদসহ জনপ্রতিনিধি, কৃষক ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা (৭০% ভর্তুকিতে) কার্যক্রমে কৃষি যন্ত্র বিতরণ, ২জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়ণে বিশ্বম্ভরপুর বাজারে ২টি দোকান ঘর নির্মাণপূর্বক হস্তান্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে প্রাপ্ত ঢেউটিন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করেন।