প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর সাথে ভিডিও কনফারেন্সে নরসিংদীর জেলা প্রশাসক

গতকাল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর সাথে ভিডিও কনফারেন্স নরসিংদী জেলা প্রান্ত থেকে যুক্ত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় নরসিংদী প্রান্তে পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সে সকল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, পুলিশ মহাপরিদর্শক, সকল বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, সকল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার এবং সিভিল সার্জনগণ যুক্ত ছিলেন। এসময় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব জনিত দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।