শিরোনাম

South east bank ad

দুই সপ্তাহের জন্য বন্ধ হলো বান্দরবানের সকল পর্যটনকেন্দ্র

 প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

দুই সপ্তাহের জন্য বন্ধ হলো বান্দরবানের সকল পর্যটনকেন্দ্র

করোনা সংক্রমণ প্রতিরোধে বান্দরবানের সকল পর্যটনকেন্দ্র আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে বান্দরবান জেলা প্রশাসন।

বুধবার (৩১ মার্চ) বিকেলে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র বন্ধের এই তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসক জানান, হঠাৎ করে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান আগামী ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বান্দরবানের সকল পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে আর এই সময়ে কোনো পর্যটক কোনো পর্যটনকেন্দ্রে ভ্রমণ করার সুযোগ পাবে না।

জেলা প্রশাসক আরো জানান, করোনার বিস্তার রোধ ঠেকাতে সকল গণ-পরিবহণে ৫০ শতাংশের অধিক যাত্রী পরিবহণ করা যাবে না এবং ঠিক একইভাবে সকল হোটেল-মোটেলে ৫০ শতাংশ বুকিং করা যাবে। জেলা প্রশাসক করোনা সংক্রামকের এই সময়টা আগামী দুই সপ্তাহের জন্য বান্দরবানে পর্যটকদের না আসার অনুরোধ করার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি অনুসারে করোনা মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: