স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন করলো রাঙ্গামাটি জেলা প্রশাসন

গতকাল ২৭ মার্চ ২০২১ খ্রি, "বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ" শীষক মেলার শুভ উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাঙ্গামাটি জেলা প্রশাসন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর মোদ্দাছের হোসেন।
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার মেলায় রাঙ্গামাটি জেলা পুলিশের স্টল পরিদর্শন করেন। স্টলে আগত অতিথিদেরকে বাংলাদেশ পুলিশের উন্নয়ন ও সেবা সম্পর্কে পরিচিত হতে লিপলেট প্রদান করা হয় । রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাঈন উদ্দিন চৌধুরী সহ রাঙ্গামাটি জেলা পুলিশের অফিসার ও সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।