গাজীপুরে "স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ" উদযাপন

"স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ" উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ি মাঠে ২দিন ব্যাপী উন্নয়নমূলক প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম । সকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মাধ্যমে ২দিন ব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উক্ত আলোচনা সভায় গাজীপুরের জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ । গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার জাকির হোসেনসহ অন্যান্য বিশেষ অতিথিগণ বক্তব্য প্রদান করেন। অতিথিগণ উন্নয়নমূলক প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।