নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেন লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থা সভানেত্রী নাসরিন সুলতানা নারায়ণগঞ্জ। এ সময় তিনি আমাদের মুক্তিযুদ্ধে ২ লক্ষ নির্যাতিতা মা-বোনের অবদানকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতাভরে স্মরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। তিনি বলেন মুক্তিযুদ্ধে জাতির পিতার অবদানকে পরবর্তী প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। তাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার মাঝেই এই প্রজন্মের সার্থকতা নিহিত।