প্যারেড পরিদর্শন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করলেন নরসিংদীর জেলা প্রশাসক

“মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড পরিদর্শন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ"
গতকাল ২৬ মার্চ ২০২১ স্বাধীনতার ৫০ বছর ও অগ্রগতির সুবর্ণরেখার মাহেন্দ্রক্ষণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
আনন্দঘন এ ক্ষণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের নিরন্তর অনুপ্রেরণার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বে উন্নয়নের স্বপ্নসোপানে অবগাহনের নিমিত্ত একই পতাকাতলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।
পরবর্তীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় প্যারেড পরিদর্শন করেন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।