রংপুরে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ এর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় জেলা সমন্বয় কমিটির সভা রংপুরে অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর। লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় সকল কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন ও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার জন্য জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।