নরসিংদীতে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রাখতে জেলা প্রশাসকের আহ্বান

দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, নরসিংদী এঁর সভা জুম কনফারেন্সিং পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ মার্চ ২০২১ উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং সভাপতি, দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, নরসিংদী এঁর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
কোভিড-১৯ এঁর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে এবং জীবন-জীবিকার ভারসাম্য রক্ষায় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করে মান্যবর সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে ভ্যাকসিনেশন কার্যক্রম জোরদারকরণ এবং সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান