নরসিংদীতে জুম কনফারেন্সের মাধ্যমে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মার্চ ২০২১ মাসের মাসিক সভা অনুষ্ঠিত

আজ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে মার্চ ২০২১ মাসের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা জুম কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার ৫০ বছর ও অগ্রগতির সুবর্ণরেখার মাহেন্দ্রক্ষণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং "স্বাধীনতার সুবর্ণজয়ন্তীঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ" উদযাপনের লক্ষ্যে সকলের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহবান জানিয়ে সভাপতি তাঁর বক্তব্যে সভায় আলোচনার পরিপ্রেক্ষিতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয় সহ উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।