রংপুর বিভাগীয় ক্ষুদ্রঋণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবর্তিত পল্লী সমাজসেবা কার্যক্রম জোরদারকরণে রংপুর বিভাগীয় ক্ষুদ্রঋণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রফিকুল ইসলাম, মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক), রংপুর বিভাগ, রংপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর। অনুষ্ঠানে পল্লী সমাজসেবা কার্যক্রম জোরদারকরণ ও ক্ষুদ্রঋণের মাধ্যমে দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে আন্তরিকভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয়।