শিরোনাম

South east bank ad

করোনা সংক্রমণ প্রতিরোধে কক্সবাজার জেলা প্রশাসন এর ব্যাপক কর্মতৎপরতা

 প্রকাশ: ২০ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

করোনা সংক্রমণ প্রতিরোধে  কক্সবাজার জেলা প্রশাসন এর ব্যাপক কর্মতৎপরতা

করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসন, কক্সবাজার এর ব্যাপক কর্মতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

সমুদ্র সৈকত ও সংলগ্ন মার্কেট, ডলফিন মোড়, হোটেল-মোটেল জোন, বাজার, গুমগাছতলাসহ শহর জুড়ে আরও নানা স্থানে সকাল-বিকাল-সন্ধ্যা জুড়ে অভিযান পরিচালনা করেন ৬ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত উজ জামান, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান জাহিদ খান, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম)। আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে কক্সবাজারের জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং ৩৯ আনসার ব্যাটালিয়ন এর সদস্যরা। অভিযানে মোবাইল কোর্ট এর মাধ্যমে ৩৫ টা মামলায় অর্থদন্ড প্রদান করা হয় এবং মাইকিং করে সকলকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়।

জেলা শহরের বাইরে প্রতিটি উপজেলাতেও স্বাস্থ্যবিধি প্রতিপালনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি)-গণ ব্যাপকহারে সচেতনতা মূলক অভিযান পরিচালনা করেছেন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: