রাজবাড়ীতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুজিববর্ষ আন্তঃ বিভাগীয় টেনিস টুর্নামেন্ট

গত ১৯ মার্চ অফিসার্স ক্লাব রাজবাড়ী এর ব্যবস্থাপনায় জেলা প্রশাসন কর্তৃক অফিসার্স ক্লাব প্রাঙ্গণে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুজিববর্ষ আন্তঃ বিভাগীয় টেনিস টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন রাজবাড়ী ০১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম শাকিলুজ্জামান পুলিশ সুপার রাজবাড়ী, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার চেয়ারম্যান জেলা পরিষদ রাজবাড়ী, আলমগীর শেখ তিতু মেয়র রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ীসহ বিভিন্ন জেলা হতে আগত খেলোয়াড়বৃন্দ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট অন্যান্যরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সারোয়ার আহমেদ সালেহীন (উপসচিব) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজবাড়ী।