শিরোনাম

South east bank ad

স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে খুলনা জেলা প্রশাসনের প্রচারণা

 প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে খুলনা জেলা প্রশাসনের প্রচারণা

আজ খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটমোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে নগরীর ডাক বাংলা, শিববাড়ী মোড় এবং নিউমার্কেট এলাকার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, খুলনা'র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক, মোহাম্মদ নেয়ামত উল্ল্যা এবং সৈয়দ রেফাঈ আবিদ।
এসময় ডাক বাংলা মোড়, বড় বাজার, শিববাড়ী মোড়স্থ শোরুম এবং নিউমার্কেটের বিভিন্ন স্থানে সাধারন মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়। এ সময় জেলা প্রশাসন, খুলনার উদ্যোগে দুস্থ অসহায় মানুষকে মাস্ক বিতরণ করা হয়।
আপরদিকে মাস্ক পরিধান না করাসহ সড়কে চলাচলের নিয়ম অমান্য করার দায়ে 'সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮' এবং 'সড়ক পরিবহন আইন, ২০১৮' এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দেবাশীষ বসাক।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যগণ। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সড়কে যান চলাচলের শৃঙ্খলা আনয়নে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: