শিরোনাম

South east bank ad

মৌলভীবাজারে স্বাধীনতা উৎসবের উদ্বোধন

 প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

মৌলভীবাজারে স্বাধীনতা উৎসবের উদ্বোধন

তানভীর আঞ্জুম আরিফ (মৌলভীবাজার) :
মৌলভীবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১২ দিনব্যাপি স্বাধীনতা উৎসবের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকালে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্প স্থবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মুক্তিযোদ্ধা জেলা সংসদসহ সরকারী-বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্টান, বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠন। পরে সেখানে বেলুন উড়িয়ে জেলা প্রশাসন আয়োজিত ১২দিনব্যাপি স্বাধীনতা উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ।এরপর ১০ দিনব্যাপি ক্ষুদ্র ও কুটি শিল্প মেলা উদ্বোধন করেন অতিথিরা। মেলায় স্থানীয় ও বিভিন্ন জেলার ক্ষুদ্র উদ্যোক্তারা অংশ গ্রহন করেছেন। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামীলীগের আয়োজনে শহরে র‌্যালি বের হয়। এতে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেণ।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: