নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করলেন ভোলার আওয়ামী লীগ নেতারা

ভোলা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছেন ভোলা জেলা আওয়ামী লীগ সহ ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দগন।রোববার (১৪ মার্চ) ভোলা জেলা আওয়ামী লীগের নৃতৃতের নবনিযুক্ত জেলা প্রশাসক এর সাথে সৌজন্যে সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব জহুরুল ইসলাম নকীব,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন।
নবাগত জেলা প্রশাসক জেলা আওয়ামী লীগ উভয়ের মধ্যকার বিভিন্ন আলোচনা ও মতবিনিময় করেন। এ সময় যেকোনো সমস্যা সমাধানে জেলা প্রশাসককে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রাধান করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।