গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক বৈঠকে রংপুর জেলা প্রশাসন

২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে রংপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৯ মার্চ) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর। সভায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রংপুরে বিভিন্ন কার্যক্রম পালন বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।