আন্তর্জাতিক নারী দিবসে রংপুর জেলা প্রশাসন এর আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

রংপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রংপুরে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (৮ মার্চ) সকাল ১১ টায় রংপুর টাউন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর এর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরএর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। অনুষ্ঠানে অতিথিগণ নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং উন্নত বাংলাদেশ গড়ার পথে নারীদের ভূমিকার বিষয়ে আলোকপাত করেন। আলোচনা সভা শেষে করোনাকালে নেতৃত্বদানকারী ১১ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়।