"মুজিব শতবর্ষে শতবলের ক্রিকেট টুর্নামেন্ট ২০২১" চ্যাম্পিয়ন নওগাঁ জেলা প্রশাসন একাদশ

গতকাল "মুজিব শতবর্ষে শতবলের ক্রিকেট টুর্নামেন্ট ২০২১" এর ফাইনালে জেলা প্রশাসন, নওগাঁ একাদশ ১০০ রানের ব্যবধানে জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিভাগ, নওগাঁকে হারিয়ে শিরোপা জয় করেছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শতবলের ক্রিকেট খেলার ফাইনালে শতরানে জয় পরাজয় নির্ধারণ কাকতালিয় ঘটনা। পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্যসহ গণ্যমান্যরা।
জেলা প্রশাসন, নওগাঁর আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দল ও আয়োজনের সাথে সম্পৃক্ত সকলের প্রতি অশেষ ধন্যবাদ জানান জেলা প্রশাসক মো. হারুন -অর-রশীদ ।