শিরোনাম

South east bank ad

রংপুরে ভেজাল খাবার প্রতিরোধে মোবাইল কোর্ট

 প্রকাশ: ০২ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

রংপুরে ভেজাল খাবার প্রতিরোধে মোবাইল কোর্ট

রংপুর নগরে মঙ্গলবার (২ মার্চ) বিকেলে ভেজাল খাবার প্রতিরোধে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ভেজালবিরোধী অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

ভেজালবিরোধী অভিযান পরিচালনার সময় ৫ টি রেস্তোরাঁয় নোংরা পরিবেশে পঁচা ও বাসি খাবার বিক্রির প্রমাণ পাওয়া যায়। পঁচা ও বাসি খাবার বিক্রির দায়ে ৫ রেস্তোরাঁ মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর ও মেট্রোপলিটন পুলিশ সদস্যরা অংশ নেন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: