রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ালেন

আজ মঙ্গলবার (২ মার্চ) ভোর সাড়ে ৫ টার দিকে রংপুর নগরীর স্টেশন রোডে অবস্থিত জামাল মার্কেটে আগুনে পুড়ে গেছে কয়েকটি দোকান। পরে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। এসময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন। এছাড়া জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার নির্দেশনা প্রদান করেন।
বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ৫০ হাজার টাকা, ২০০ কেজি চাউল, শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হবে।