জাতীয় বীমা দিবস উপলক্ষে নরসিংদীতে র্যালী

"মুজিববর্ষের অঙ্গীকার বীমা হোক সবার" এই স্লোগান নিয়ে গতকাল নরসিংদীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা মোতাবেক জাতীয় বীমা দিবস উপলক্ষে আয়োজিত র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন উপ-পরিচালক (স্থানীয় সরকার), নরসিংদী ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি।
অনুষ্ঠানে বক্তাগণ বীমা সেক্টরকে সঞ্চয়ের পাশাপাশি কর্মসংস্থানের একটি উল্লেখযোগ্য মাধ্যম হিসেবে উল্লেখ করেন এবং বীমাকরণে জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
