একুশের প্রথম প্রহরে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে রংপুর জেলা প্রশাসন।
রোববার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক মোঃ আসিব আহসানের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা প্রশাসন, রংপুর এর আয়োজনে ও রংপুর সিটি কর্পোরেশন এর ব্যবস্থাপনায় রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহর থেকে শুরু হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন, রংপুর এর পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।