শিরোনাম

South east bank ad

চট্টগ্রামের ডিসি করোনার টিকা নিতে আসা মুক্তিযোদ্ধাদের ফুল উপহার দিলেন

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

চট্টগ্রামের ডিসি করোনার টিকা নিতে আসা মুক্তিযোদ্ধাদের ফুল উপহার দিলেন

করোনার টিকা নিতে আসা বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল উপহার দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে উপস্থিত সব মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

মোহাম্মদ মমিনুর রহমান বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান বলেই মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন করার পর থেকে বীর মুক্তিযোদ্ধাসহ সারাদেশের মানুষ উৎসবমূখর পরিবেশে টিকা গ্রহণ করেছেন। সবাই টিকা নিলে দেশ শিগগির করোনা থেকে মুক্তি পাবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, জেলা ইউনিট কমান্ডার মো. সাহাব উদ্দিন, মহানগরের ডেপুটি কমান্ডার মো. শহীদুল হক চৌধুরী ছৈয়দ, জেলার ডেপুটি কমান্ডার একেএম সরোয়ার কামাল প্রমূখ।

পরে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ব্যবস্থাপনায় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস হাসপাতালে (বিআটিআইডি) নিয়ে যাওয়া হয়।

সেখানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদকে প্রথম টিকা দেওয়া হয়।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: