ফরিদপুরে চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করলেন জেলা প্রশাসক অতুল সরকার

ফরিদপুর কালার পয়েন্টের উদ্যোগে “নতুন আশার সূর্যোদয়” শীর্ষক তিন দিন ব্যাপী চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এই প্রদর্শনী চলবে রবিবার পর্যন্ত। ফরিদপুর, রাজবাড়ী ও ঢাকা জেলার চিত্রকলা শিল্পীদের রঙ তুলিতে আঁকা বিভিন্ন জীবন ও প্রকৃতির ছবির প্রদর্শনী শুরু হয়েছে।
১২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। ফেব্রুয়ারি মাসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রদর্শনীতে নবীন ও প্রবীণ শিল্পীর জলরঙ, তেল রঙ ও অ্যাক্রোলিক মাধ্যমে আঁকা মোট ৬৪টি ছবি স্থান পেয়েছে।
এই প্রদর্শনীর উদ্বোধনী দিনেই সমবেত হয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। করোনার এই মহামারি সময়ে ঘরবন্দি থেকে বেরিয়ে একটু নিজেকে রঙ্গিন করতে ছুটে আসে ছবিপ্রেমীরা। অনেকে সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পড়ে শিল্পীদের রঙ তুলির আঁকা বাহারি ধরনের ছবি দেখে মুগ্ধ হন।
এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের কালার পয়েন্টের পরিচালক চিত্রশিল্পী রেজাউল করিম জুয়েলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন-অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দীপক কুমার রায়, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, আলতাব হোসেন প্রমুখ।
চিত্রকলার প্রদর্শনীর আয়োজক ফরিদপুর কালার পয়েন্টের পরিচালক চিত্রশিল্পী রেজাউল করিম জুয়েল বলেন, মহামারি করোনা সময়ে আমরা কালার পয়েন্টের শিল্পীদের নিয়ে ঘরে বসে কাজ করেছি। সেই চিত্রকলাগুলো নিয়ে একটি নতুন দিনের প্রত্যাশায়, সুন্দর একটি সকালের আশায় এই চিত্রকর্মের প্রদর্শনী। এটি আমাদের দ্বিতীয় আয়োজন।
প্রদর্শনীতে আশা আলফাডাঙ্গা আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেম বলেন, শিল্পীদের এ চিত্রকর্ম প্রদর্শনী আশা জাগানিয়া একটি মহান উদ্যোগ। মানুষ মানুষকে ভালবাসুক, সুকুমার বৃত্তি চর্চা আরও বেগবান হোক। নতুন আশার সূর্যোদয়ের সূচনা হোক সকলের।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এই প্রদর্শনী প্রসঙ্গে বলেন, ‘সুস্থ ধারার সংস্কৃতিক চর্চা সমাজকে আরো বেগবান করবে, এই চিত্রকলা প্রদর্শন এই জেলাকে আরো সমৃদ্ধি করবে।’