নরসিংদীতে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

"পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা "
আজ ০৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা মোতাবেক নরসিংদী সদর পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকরণে উক্ত পৌরসভার বিভিন্ন এলাকায় মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৫ এর ২১ ধারা অনুযায়ী মাইক্রোফোন ব্যাবহার সংক্রান্ত দুপুর ২.০টা থেকে রাত ৮.০ টা পর্যন্ত ব্যবহারের বাধানিষেধ মেনে না চলায় বিভিন্ন প্রার্থীকে সতর্ক করা হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা চালানোর জন্য প্রার্থী ও সমর্থকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয়।
