সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম প্রকল্পের শুভ উদ্বোধন

৩০ জানুয়ারি ২০২১ জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং স্থানীয় অর্থায়নে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড জেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপন প্রকল্পের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং সভাপতি, দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি সৈয়দা ফারহানা কাউনাইন।
করোনাজনিত পরিস্থিতিতে প্রয়োজনীয় মুহুর্তে স্থানীয় উদ্যোগে এই সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপনে সহযোগিতা প্রদানের জন্য মজিদ মোল্লা ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় তাঁর বক্তব্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় এই সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে মর্মে অভিমত ব্যক্ত করেন
