নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত

১৯.০১.২০২১ খ্রি. অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন ।
সভার শুরুতেই বাংলাদেশসহ সারা বিশ্বে করোনার বর্তামান পরিস্থিতি সম্পর্কিত উপস্হাপনার মাধ্যমে উপস্থিত সকলকে এ বিষয়ে অবগত করা হয়। সম্মানিত সভাপতি প্রাথমিকভাবে করোনা সংকট মোকাবেলায় সরাসরি সম্পৃক্ত সরকারি, বেসরকারি স্বাস্থ্যসেবা কর্মীগণ ও বীর মুক্তিযোদ্ধাসহ মোট ১৫ টি ক্যাটাগরিতে ভ্যাকসিন প্রদান করা হবে উল্লেখ করে কোভিড- ১৯ ভ্যাকসিন প্রদানের জন্য উদ্দিষ্ট জনগোষ্ঠীর তালিকা প্রস্তুত এবং দ্রুততম সময়ের মধ্যে নির্ধারিত ফরম পূরনের মাধ্যমে সকল পর্যায়ের জনগণকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি কমিটির সবাইকে এ বিষয়ে নিজ নিজ দায়িত্ব সুচারুভাবে পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্ব বাংলাদেশ অন্যান্য উন্নত দেশের তুলনায় করোনা মোকাবেলায় বেশি সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে জানিয়ে সম্মানিত সভাপতি তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
