শীতার্তদের মাঝে কম্বল পৌছে দিল ফরিদপুর জেলা প্রশাসন

প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত কম্বল শীতার্তদের মাঝে পৌছে দিল ফরিদপুর জেলা প্রশাসন। ১৭ জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ রবিবার রাতে কম্বলগুলো পৌছে দেয়া হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশনায় কম্বল তুলে দেন সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী কমিশনারগন।
জেলা প্রশাসন সূত্র জানায়, শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা, পুরাতন বাসস্ট্যান্ড এলাকা, গোয়ালচামট, রথখোলা, টেপাখোলা চৌরাস্তার মোড়, সিএন্ডবি ঘাট এলাকায় বিভিন্ন পেশাজীবীর মাঝে কম্বল তুলে দেয়া হয়। প্রথম পর্যায়ে প্রায় ৩ শতাধিক ব্যক্তির মাঝে এ কম্বল প্রদান করা হয়।
ফরিদপুরের সিনিয়র সহকারী কমিশনার সীমা রানী ধর, সুমন দাস, হালিমা খাতুন, ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মোঃ সজীব, সহকারী কমিশনার দবির উদ্দিন কম্বল প্রদান করেন।
