গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী আগামী ২৩ জানুয়ারী ২০২১ মুজিববর্ষ উপলক্ষ্যে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসস্হান নিশ্চিতকল্পে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৮/০১/২০২১ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এর সভাপতিত্বে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় এ কার্যক্রমের শুভ উদ্বোধনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভায় নরসিংদী প্রান্ত থেকে যুক্ত ছিলেন জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং সভাপতি, জেলা মনিটরিং কমিটি, আশ্রয়ণ-২ প্রকল্প, নরসিংদী সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় জেলা মনিটরিং কমিটির সকল সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।
ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান সংক্রান্ত পৃথিবীর ইতিহাসে বিরল ও অনন্য এ কার্যক্রমকে স্মরণীয় করে রাখার নিমিত্তে সম্মানিত সভাপতি মহোদয় উদ্বোধন কার্যক্রম অত্যন্ত আড়ম্বরপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের মাধ্যমে নরসিংদী জেলায় প্রতিটি উপজেলায় আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে মোট ২২১ টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘরের চাবি হস্তান্তর করা হবে। ঐতিহাসিক এ আয়োজনে আপনিও আমন্ত্রিত।
