সেলাই স্বয়ংক্রিয় করতে অত্যাধুনিক মেশিন

পোশাক শিল্পে সেলাই কাজ সর্বাধুনিক ও সহজ করতে চীন, জাপান, তাইওয়ান, জার্মানি, থাইল্যান্ড, ভারত, হংকং, তুরস্ক ও আমেরিকাসহ ১২টি দেশ নানা প্রযুক্তির মেশিনের পসরা নিয়ে বসেছে তৈরি পোশাক প্রদর্শনীতে।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) চলছে 'গার্মেন্টটেক' 'ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস সোর্সিং ফেয়ার' ও 'গ্যাপেক্সপো-২০১৬ শীর্ষক এসব প্রদর্শনী। বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও জমজমাট ছিল চারদিনের তিনটি আন্তর্জাতিক প্রদর্শনীর সবগুলোই। আগামীকাল শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে প্রদর্শনীগুলো।
গতকাল আইসিসিবির ২ নম্বর হলে ঘুরে দেখা গেছে, পোশাক শিল্পের উদ্যোক্তা, দর্শনার্থী, আয়োজক প্রতিষ্ঠান ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পদচারণায় মুখরিত 'গার্মেন্টটেক'। জার্মান প্রযুক্তির ডুয়ের কপ অ্যাডলার, বাইছলার সেলাই মেশিন প্রদর্শন করা হচ্ছে। জ্যাকেট, ট্রাউজার ও স্যুটে স্বয়ংক্রিভাবে সেলাই ও বোতাম লাগানো যাবে। এছাড়া মেশিনগুলোর মাধ্যমে একজন পোশাককর্মী পাঁচজনের কাজ করতে পারবেন।