মামলাবাজ প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন খতিয়ে দেখবে এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, পণ্যের শুল্কমূল্য নির্ধারণ নিয়ে আমদানিকারকদের মধ্যে আদালতের দ্বারস্থ হওয়ার প্রবণতা বাড়ছে। এতে জড়িত রাজস্ব দীর্ঘদিনেও আদায় করা যাচ্ছে না। যেসব প্রতিষ্ঠান অযথা বারবার মামলা করে রাজস্ব আহরণে বাধা সৃষ্টি করছে, তাদের আয় ও প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন খতিয়ে দেখা হবে। পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা কমিয়ে আনা হবে। গতকাল চট্টগ্রাম কাস্টম হাউজ মিলনায়তনে রাজস্ব-বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম অঞ্চলের শুল্ক, মূসক ও আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে রাজস্ব-বিষয়ক এ সভায় বক্তব্য রাখেন এনবিআর সদস্য (শুল্কনীতি) ফরিদ উদ্দিন, সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন বিভাগ) আব্দুর রাজ্জাক, মহাপরিচালক (সিআইডি) মো. বেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে নজিবুর রহমান বলেন, ‘মামলার কারণে জড়িত রাজস্ব বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে আদায়ে এরই মধ্যে আদালত ও বিচারকদের কাছ থেকে সহযোগিতার আশ্বাস পেয়েছি। যেসব মামলার সঙ্গে বড় অঙ্কের রাজস্ব জড়িত, সেসব মামলা চিহ্নিত করে তা দ্রুত নিষ্পত্তি করতে হবে। সেই সঙ্গে কী কারণে এ ধরনের মামলার ঘটনা ঘটছে, তাও খতিয়ে বের করতে হবে।’
চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার এহতেশামুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার মুবিনুল কবির, মো. আজিজুর রহমান, যুগ্ম কমিশনার রেজাউল হক, মো. শামসুজ্জামান, সহকারী কমিশনার মুকিতুল হাসান, মো. রহমত আলীসহ শুল্ক, মূসক ও আয়কর বিভাগের পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী।