প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে ৭৪ হাজার বৃক্ষরোপণ করবে আ.লীগ
দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সারাদেশে ৭৪ হাজার বৃক্ষরোপণ করবে আওয়ামী লীগ।
রোববার (২৭ সেপ্টেম্বর) দলটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগারগাঁওয়ে অবস্থিত এসওএস শিশু পল্লীতে শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
একইসঙ্গে সারাদেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজ বেষ্টনী গড়ে তুলতে বন ও পরিবেশ উপ-কমিটির উদ্যোগে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আগামী দুই দিনব্যাপী ৭৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।