শিরোনাম

South east bank ad

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বালুখালী বিওপি কর্তৃক বার্মিজ ইয়াবাসহ আসামী আটক

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা ভাইরাস এর মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজ ১২ সেপ্টেম্বর ২০২০ তারিখ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বালুখালী বিওপি’র সদস্যগণ নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, টেকনাফ হতে একটি সিএনজি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে পালংখালী বাজার হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে গমন করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপি’র একটি চৌকস আভিযানিক টহল দল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপি’র পালংখালী বাজার নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক ০৪৩০ ঘটিকায় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি সিএনজি আসতে দেখে টহল দল সন্দেহভাজনভাবে সিএনজিটি থামার জন্য সংকেত দেয়। অতঃপর টহল দল সিএনজি তল্লাশী করে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ আব্দুল করিম (২৩), পিতা-মোঃ আব্দুল রহিম, গ্রাম+পোষ্ট-হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার) সিএনজি’র সিটের নিচে প্যাকেটের ভিতর রক্ষিত আনুমানিক ৬০,০০০ (ষাট হাজার) পীস বার্মিজ ইয়াবা, ০১টি সিএনজি এবং ০১টি মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়, যার সিজার মূল্য ১,৮৪,০১,০০০/- (এক কোটি চুরাশি লক্ষ এক হাজার) টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: