শিরোনাম

South east bank ad

বাজেট উপলক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠক আগামীকাল

 প্রকাশ: ০৭ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

আসন্ন জাতীয় বাজেট অধিবেশন উপলক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠক ও সংসদ সচিবালয় কমিশনের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল সোমবার (৮ জুন)। এদিন জাতীয় সংসদ সচিবালয়ে দুপুর ১২টায় মন্ত্রিসভার বিশষে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) সচিব মো. আব্দুল বারিক আজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান মন্ত্রিসভায় ৪৭ জন সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ ১১ মন্ত্রীকে এ বিশেষ বৈঠকে ডাকা হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ জন সিনিয়র সচিব/সচিব উপস্থিত থাকবেন। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়। দেশে করোনা ভাইরাস মহামারির কারণে বাজেট অধিবেশনও সীমিত পরিসরে হচ্ছে আগামী ১১ জুন। এজন্য মন্ত্রিসভার বৈঠকেও সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়নি। এদিকে আগামী ২০২০-২০২১ অর্থবছরে জাতীয় সংসদ বরাদ্দ পাচ্ছে ৩৩২ কোটি ১৫ লাখ টাকা। তা সংসদ ভবনে সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে এ বরাদ্দ অনুমোদন দেওয়া হবে। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতার রওশন এরশাদ, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত থাকবেন। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘ এক মাস বিরতি দিয়ে সীমিত পরিসরে মন্ত্রিসভার সর্বশেষ নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয় গত ৭ মে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট মাত্র তিনজন মন্ত্রী অংশ নেন। এর আগে সর্বশেষ গত ৬ এপ্রিল গণভবনে সীমিত পরিসরে মন্ত্রিসভার পূর্ব নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: