অর্জন ধরে রাখতে অর্থমন্ত্রীর চার চ্যালেঞ্জ

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন ধরে রাখতে হলে আমাদের চারটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকায় থাকার পর বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। জাতিসংঘের সংশ্লিষ্ট কমিটি এ স্বীকৃতি দিয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সাল থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হবে উন্নয়নশীল দেশের তালিকায়।
শুক্রবার (২৩ মার্চ) রাজধানী হোটেল রেডিসনে ‘বাংলাদেশ গ্র্যাজুয়েশন ফর্ম এলডিসি স্ট্যাটাস: অপরচুনিটিস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালায় মন্ত্রী এ চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন।
চারটি চ্যালেঞ্জ উল্লেখ করে মুহিত বলেন, আমাদের গতিশীলতা ধরে রাখতে প্রথমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। সরকারি-বেসরকারি খাতকে সমানভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এগিয়ে আসতে হবে।
দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে- বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি। বৈদেশিক বিনিয়োগকারীদের আকর্ষণ করতে যা যা করা দরকার সব করতে হবে। পর্যাপ্ত পরিমাণে দেশীয় সম্পদ আমাদের আছে। আমাদের দেশীয় সম্পদের যথাযথভাবে ব্যবহার করতে হবে। কিছু কিছু এরিয়া আছে যেখানে যথাযথভাবে ব্যবহার করা হয়। এটা কন্টিনিউ করতে হবে। আর কিছু কিছু এরিয়ায় দেশীয় সম্পদের সদ্যবহার হয় না, এটা এখনই বন্ধ করতে হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবেলা আমাদের অন্যতম চ্যালেঞ্জ। এটাও যথাযথভাবে মোকাবেলা করতে হবে।
মুহিত বলেন, আমাদের চতুর্থ চ্যালেঞ্জ- সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। বাংলাদেশ সামাজিক খাতে ভালো করছে। ফলে এর সুবিধাও আমরা ভোগ করছি। এটা ধরে রাখা অন্যতম চ্যালেঞ্জ। আমি বিশ্বাস করি সামাজিক খাতে ভালো করার ফল সবাই ভোগ করছি। সামাজিক সুরক্ষাখাতে ভালো করলে সামষ্টিক অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি অর্জনেও ভালো করবো।