শিরোনাম

South east bank ad

বাংলাদেশের সঙ্গে সাগরপথে বাণিজ্য চায় থাইল্যান্ড

 প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

বাংলাদেশের সঙ্গে সাগরপথে বাণিজ্য চায় থাইল্যান্ড
চট্টগ্রাম-রেনঙ সমুদ্রবন্দর রুট চালু করে বাংলাদেশের সঙ্গে সাগরপথে বাণিজ্য শুরু করতে চায় থাইল্যান্ড। থাইল্যান্ডের রেনঙ প্রদেশের গভর্নর সুরিয়ান কানজানাসিপ এই আগ্রহ প্রকাশ করেছেন বলে ব্যাংককের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে। শুক্রবার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিমের সঙ্গে বুধবার এক বৈঠকে রেনঙ প্রদেশের গভর্নর তার আগ্রহের কথা জানান। বঙ্গোপসাগর ঊপকূলে চট্টগ্রাম বন্দরের অব্স্থান, আর থাইল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্দামান সাগরের ঊপকূলে রেনঙ সমুদ্রবন্দর। রেনঙের গর্ভনর বলেন, বিমসটেকভুক্ত দেশগুলোর সঙ্গে থাইল্যান্ডের যোগাযোগের প্রবেশদ্বার হিসেবে রেনঙ বন্দরকে দেখতে চায় তার দেশ। এই বন্দর থেকেই সমুদ্রপথে চট্টগ্রামসহ মিয়ানমারের ইয়াঙ্গুন, ভারতের কলকাতা ও চেন্নাই এবং শ্রীলঙ্কার কলম্বো বন্দরে পণ্য পরিবহনে আগ্রহী থাই কর্তৃপক্ষ। অদূর ভবিষ্যতে চট্টগ্রাম ও রেনঙ বন্দরে বিশেষজ্ঞ পর্যায়ের সফর আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান গর্ভনর সুরিয়ান কানজানাসিপ। রেনঙের গর্ভনরের সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম থাই গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে থাইল্যান্ডের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব রয়েছে। “তাই আমরা উপকূলীয় এলাকা দিয়ে জাহাজ চলাচল শুরুর সম্ভব্যতা যাচাই করে দেখছি।” গত জুনে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের প্রথম সংলাপে উপকূলীয় জাহাজ চলাচল নিয়ে আলোচনা হয়। রেনঙ বন্দরের অবকাঠামো ও সক্ষমতা এবং জাহাজ চলাচলের সম্ভাব্যতা দেখতে রেনঙে এই সফর করলেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত। দুই দিনের এই সফরে রাষ্ট্রদূত রেনঙ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, রেনঙ ফেডারেশন অব ইন্ড্রাস্ট্রিজের সভাপতি এবং রেনঙ ফিসারিজ ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: