শিরোনাম

South east bank ad

আইপিও-রাইটের কাজ করছে আইসিবি

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

আইপিও-রাইটের কাজ করছে আইসিবি
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সহযোগী প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা তুলতে চায় ২১টি কোম্পানি। প্লেসমেন্ট, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও অগ্রাধিকারমূলক শেয়ারের (রাইট) মাধ্যমে টাকা তুলতে আগ্রহী কোম্পানিগুলো। সংশ্লিষ্ট কোম্পানি ও আইসিবি সূত্রে এ তথ্য জানা গেছে। প্লেসমেন্ট: প্লেসমেন্টের মাধ্যমে মূলধন বৃদ্ধি করতে চায় এমন কোম্পানিগুলো হলো অ্যাপেক্স জুট মিলস লিমিটেড, পেট্রোকেম বাংলাদেশ, এফএমসি ডকইয়ার্ড এবং ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ইতোমধ্যে কোম্পানিগুলো প্রসপেক্টাস পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।এ বিষয়ে ইতোমধ্যে কোম্পানিগুলোর সাথে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে-অ্যাপেক্স জুট মিলস লিমিটেড,পেট্রোকেম বাংলাদেশ,এফএমসি ডকইয়ার্ড, ইউনিভার্স্যাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড, ম্যাংগো টেলিসার্ভিস, মারহাবা স্পিনিং মিলস, লুব-রেফ(বাংলাদেশ), হামিদ ওয়েভিং মিলস, রিমেক্স ফুটওয়্যার, রিং শাইন টেক্সটাইলস, আমরা নেটওয়ার্কস, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস, দ্য একমি ল্যাবরোট্রিজ, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি, বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক, সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড, গুলশান স্পিনিং লিমিটেড, আইডিএলসি ইনভেস্টমেন্ট এবং জিপিএইচ ইস্পাত লিমিটেড। আইপিও: প্রাথমিক গণপ্রস্তাব আইপিওর জন্য কাজ চলছে এমন কোম্পানিগুলো- একমি ল্যাবরোট্রিজ, বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক, আমরা নেটওয়ার্কস, সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি, গুলশান স্পিনিং লিমিটেড, ইউনিভার্স্যাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিট্যাল লিমিটেড, ম্যাংগো টেলিসার্ভিস, মারহাবা স্পিনিং মিলস, লুব-রেফ (বাংলাদেশ), হামিদ ওয়েভিং মিলস, রিমেক্স ফুটওয়্যার, রিং শাইন টেক্সটাইলস, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। রাইট: দুটি কোম্পানির রাইট নিয়ে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। কোম্পানি দুটি হলো জিপিএইচ ইস্পাত ও আইডিএলসি ফিন্যান্স। এর মধ্যে ১০ টাকা প্রিমিয়ামে রাইট শেয়ার ইস্যু করবে জিপিএইচ ইস্পাত।কোম্পানিটি ২:৩ অর্থাৎ ২টি বিদ্যমান শেয়ারের বিপরীতে ৩টি রাইট শেয়ার ইস্যু করবে। জিপিএইচ ইস্পাত রাইট শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা অর্থ উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হবে।কোম্পানিটি বর্তমানে বছরে ১ লাখ ৬৮ হাজার মেট্রিক টন বার ও ১ লাখ ২০ হাজার টন রড উৎপাদন করে। সম্প্রসারণের পর উৎপাদন ক্ষমতা বেড়ে হবে ৮ লাখ ৪০ হাজার টন এবং রড উৎপাদন ক্ষমতা বেড়ে ৬ লাখ ৪০ হাজার টন হবে। অন্যদিকে আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্স লিমিটেড ২:১ হারে (বিদ্যমান ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার) রাইট শেয়ার ছাড়বে।১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ১০ টাকা প্রিমিয়াম চায় কোম্পানিটি। এর মাধ্যমে বাজার থেকে আইডিএলসি ২৫১ কোটি ৩৬ লাখ ৭১ হাজার ৮৭০ টাকা তুলতে চায়। আইডিএলসির রাইট ইস্যুর প্রস্তাব বর্তমানে বিএসইসিতে বিবেচনাধীন আছে।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: