শিরোনাম

South east bank ad

৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণার দাবি

 প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণার দাবি
৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা এবং বঙ্গবন্ধুর বিশ্ব নন্দিত ভাষণ স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্তির দাবি জানিয়েছে স্কুল-কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানায় তারা। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু। মানববন্দনে বক্তব্য রাখেন শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক সিদ্দিকুর রহমান, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মো. ইসমাইল, ঢাকার সাবেক সিএমএম আব্দুল মজিদ মিয়া, বিশিষ্ট আইনজীবী ড. ইউনুস আলী আখন্দ, মাইলস্টোন স্কুলের অভিভাবক ড.এম.এ সোবহান, মতিঝিল আইডিয়ালের অভিভাবক শওকতুল আলম, ভিকারুন নেসার অভিভাবক দিলারা চৌধুরী, বিডিআর স্কুলের অভিভাবক এড. মো. সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন। বক্তারা বলেন, ’৫২-র ভাষা আন্দোলন, ’৬২-র শিক্ষা আন্দোলন, ’৬৬-র ছয় দফা আন্দোলন, ’৬৯-র গণঅভ্যুত্থান, ’৭০-র নির্বাচন, ’৭১-র ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন, ৩রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ এবং ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের প্রেক্ষাপটে সমগ্র জাতি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করে। দীর্ঘদিন পর জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ স্বীকৃতি পায়। এ ঐতিহাসিক ভাষণ দিবস ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা এবং বিশ্বনন্দিত এই ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার দাবি জানান বক্তারা।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: