শিরোনাম

South east bank ad

ঢাকা আসছেন জাতিসংঘ উন্নয়ন গ্রুপের চেয়ারম্যান

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

ঢাকা আসছেন জাতিসংঘ উন্নয়ন গ্রুপের চেয়ারম্যান
জাতিসংঘ উন্নয়ন গ্রুপের চেয়ারম্যান ও ইউএনডিপির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক হাওলিয়াং জু আজ ঢাকা আসছেন। পাঁচদিনের সফরে বাংলাদেশ আসছেন তিনি। বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর। ঢাকায় জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের (ইউএনডিপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে হাওলিয়াং জু আজ রোববার ও আগামীকাল বাংলাদেশ উন্নয়ন ফোরামে অংশগ্রহণ করবেন। সেখানে সামাজিক নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে বক্তব্য রাখবেন। এছাড়া সফর চলাকালীন অর্থমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, কূটনৈতিক মিশন ও বেসরকারি প্রতিনিধি এবং ব্র্যাক চেয়ারম্যান ফজলে হাসান আবেদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণের কথা রয়েছে তার। হাওলিয়াং জুর এ সফরে প্রাধান্য পাবে বাংলাদেশে ইউএনডিপির কাজের ভবিষ্যত্ ভিত্তি নির্ধারণ। জাতিসংঘ উন্নয়ন গ্রুপের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশে সংস্থাটির আগামী পাঁচ বছরের কর্মকৌশল পরিকল্পনার সঙ্গে সরকারের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের সমন্বয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন তিনি।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: