প্রভিডেন্ট ফান্ডে বেতনের ২৫ শতাংশের বেশি নয়

সরকারি চাকরিজীবীদের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) রুলস সংশোধন করা হয়েছে। ফলে এখন থেকে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের ২৫ শতাংশের বেশি প্রভিডেন্ট ফান্ডে রাখতে পারবেন না।
প্রভিডেন্ট ফান্ডে রাখার সর্বনিম্ন সীমা নির্ধারণ করা হয়েছে মূল বেতনের ৫ শতাংশ আর সর্বোচ্চ ২৫ শতাংশ।
এর আগে উচ্চ সুদের কারণে অনেক কর্মকর্তা-কর্মচারী নিজেদের মূল বেতনের পুরোটাই প্রভিডেন্ট ফান্ডে জমাতেন।
অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান স্বাক্ষরিত ১ নভেম্বর প্রকাশিত এক গেজেটে 'জেনারেল প্রভিডেন্ট ফান্ড রুলস-১৯৭৯'-এর ৯(১)(বি) সংশোধিত ধারায় এ সীমা নির্ধারণ করা হয়। ১ নভেম্বর থেকে এটি কার্যকর করা হয়েছে।
ড. ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন জাতীয় বেতন ও চাকরি কমিশনেরও একই ধরনের সুপারিশ ছিল।
১৯৭৯ সালের বিধির ৯(১)(বি) ধারায় বলা হয়েছে, যাদের মূল বেতন মাসে ৩০০ টাকা পর্যন্ত, তারা মূল বেতনের সর্বনিম্ন ১ শতাংশ অর্থ প্রভিডেন্ট ফান্ডে জমা রাখতে পারবেন। ৩০১ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেতনধারীরা মূল বেতনের ৬ শতাংশ, ৫০১ থেকে এক হাজার টাকা পর্যন্ত বেতন হলে ৯ শতাংশ, এক হাজার এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত বেতন হলে ১২ শতাংশ এবং মূল বেতন দুই হাজার টাকার বেশি হলে সর্বনিম্ন ১৫ শতাংশ প্রভিডেন্ট ফান্ডে রাখতে পারবেন।