শিরোনাম

South east bank ad

পশুপাচার বন্ধে বিজিবি-বিএসএফ ঐক্যমত

 প্রকাশ: ১৬ মে ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

পশুপাচার বন্ধে বিজিবি-বিএসএফ ঐক্যমত
রাজশাহীর বাঘা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে অবৈধ পশুপাচার বন্ধে দুই বাহিনীই ঐক্যমতে পৌঁছেছে। সোমবার রাতে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এছাড়া সীমান্ত হত্যা-নির্যাতন বন্ধ, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ, নিচ্ছিদ্র সীমান্ত নিরাপত্তাব্যবস্থা, সমন্বিত টহল এবং মাদক, অস্ত্র ও গোলাবরুদ পাচার প্রতিরোধসহ নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজিবি-১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ১০টা থেকে বাঘা উপজেলার মীরগঞ্জ বিওপির সীমান্ত পিলার ৭৮/৫-এস থেকে এক হাজার ২০০ গজ বাংলাদেশের ভেতরে ভানুকর পদ্মা নদীর পাড় এলাকায় এই বৈঠক শুরু হয়। এলাকাটি ভারতের বেরহামপুর বিএসএফ সেক্টরের অধীনে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের খাসমহল ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে। সেক্টর কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত ওই পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। এতে নেতৃত্ব দেন রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মুহাম্মদ সাজ্জাদ। বিএসএফের ২০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বেরহামপুর বিএসএফের ডিআইজি ইউসি হাজারীকা। দুপুর ১২টার দিকে পতাকা বৈঠক শেষ হয়।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: