জেন্ডার সমতা নিয়ে যারা কথা বলেন তাদের বলি, ঘটনা কিন্তু উল্টো

শিক্ষাসহ নানা ক্ষেত্রে বাংলাদেশে ছেলেদের চেয়ে এখন মেয়েদের অংশগ্রহণ বেশি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জেন্ডার সমতা নিয়ে যারা কথা বলেন তাদের বলি, আমাদের দেশে ঘটনা কিন্তু উল্টো। স্কুলগুলোতে মেয়েদের সংখ্যা ছেদেরদের চেয়ে বেশি। এখন ভাবতে হচ্ছে ছেলেদের সংখ্যাও আবার কীভাবে বাড়িয়ে তোলা যায়।
শুক্রবার (০৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতিমিলনায়তনে রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে তিনিএসব কথা বলেন।
সরকারি বিভিন্ন প্রকল্পে নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পগুলোতে বাধ্যতামূলক অগ্রাধিকার রয়েছে। এছাড়া এসএমই ফাউন্ডেশন থেকে সহজে লোন দেওয়া হচ্ছে, এতে তারা ব্যবসায়ও প্রসার ঘটাতে পারছেন।
এ সময় তিনি নারী উন্নয়নে তার সরকারের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন।