চসিকের ৮৬ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় নীতিমালা আসছে

চট্টগ্রাম সিটি কর্পোরশেনের (চসিক) অধীনে পরিচালিত ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় নীতিমালা চূড়ান্ত হয়েছে। স্কুল-কলেজের শিক্ষক, কর্মচারীর নিয়ম, পদোন্নতি, দায়িত্ব, কর্তব্য বেতনভাতাদিসহ ২৩টি অনুচ্ছেদের একটি নীতিমালা এ সপ্তাহের মধ্যে চসিক মেয়রকে জমা দেয়া হবে।
সিটি কর্পোরেশনের অধীনে পরিচালিত সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগি, গতিশীল, জবাদিহিতা, সচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করতে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করেন চসিক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে বর্তমানে ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি ১টি, উচ্চমাধ্যমিক ও ডিগ্রি কলেজ ২১টি, মাধ্যমিক বিদ্যালয় ৪৭টি, প্রাথমিক বিদ্যালয় ২টি, কিন্ডার গার্টেন স্কুল ৭টি, রবীন্দ্র-নজরুল একাডেমি ১টি, কম্পিউটার ইনস্টিটিউট ১টি, কম্পিউটার কলেজ ৬টি। এছাড়াও মাদ্রাসা ভিত্তিক ফোরকানিয়া মাদ্রাসা, বয়স্ক ও নৈশ শিক্ষা কেন্দ্র, সংস্কৃত টোল এ নীতিমালার আলোকে পরিচালিত হবে। এসকল শিক্ষা প্রতিষ্ঠানে ৬০ হাজারোধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে।
কমিটিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়াকে আহবায়ক ও সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিনকে সদস্য সচিব করা হয়। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম, সিটি কর্পোরেশনের শিক্ষা স্টান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর নাজমুল হক ডিউক, বিজয়স্মরণী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীরকে সদস্য রাখা হয়।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক ও নীতিমালা প্রণয়ন কমিটির আহবায়ক সুমন বড়ুয়া বলেন, চসিকের অধীনে সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নীতিমালা প্রণয়ন কমিটির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নীতিমালা চুড়ান্ত করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দায়িত্ব, কর্তব্য, শৃঙ্খলা, পদোন্নতি, বেতন ভাতাদি, অবসরসহ সার্বিক বিষয় নিয়ে ২৩ অনুচ্ছেদের একটি নীতিমালা করা হয়েছে। আবারো পর্যালোচনা করে এ সপ্তাহের মধ্যে তা মেয়র মহোদয়কে হস্তান্তর করা হবে।
সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন বলেন, চসিকের শিক্ষাখাতকে এগিয়ে নিতে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। নীতিমালা প্রণয়ন হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো গতিশীল হবে এবং জবাবদিহিতা বৃদ্ধি পাবে।
সিটি কর্পোরেশনের শিক্ষা স্টান্ডিং কমিটির চেয়ারম্যান ও নীতিমালা প্রণয়ন কমিটির সদস্য কাউন্সিলর নাজমুল হক ডিউক বলেন, সরকারি নীতিমালাকে সামনে রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধিভুক্ত প্রিমিয়ার ইউনিভার্সিটি, ২১টি কলেজ, ৪৭টি স্কুলসহ ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে যুগোপযোগী ও গতিশীল করতে শিক্ষা নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে। ইতোমধ্যে মেয়র কর্তৃক গঠিত চসিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন কমিটির সদস্যরা বেশ কয়েকবার বৈঠক করেছি। বৈঠকে স্কুল-কলেজের নানান বিষয উঠে এসেছে।
তিনি আরও বলেন, ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের দেড় হাজার শিক্ষক-কর্মচারী ও ৬০ হাজারোধিক শিক্ষার্থীর জন্য চসিক শিক্ষা বিভাগে শুধমাত্র ৭/৮ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে। শিক্ষাখাত এগিয়ে নিতে হলে অবশ্যই নীতিমালার প্রয়োজন রয়েছে। চসিকের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীনও হতে হয়েছে। এ সমস্যা আদালত পর্যন্ত গড়িয়েছে। বন্ধ্যাত্য দূর করে শিক্ষাখাতকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।