সেপ্টেম্বরে রেমিটেন্স বেড়েছে ১৫ কোটি মার্কিন ডলার

চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো অর্থ (রেমিটেন্স) এসেছে ১৩৪ কোটি মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এই অর্থের পরিমাণ ছিল ১৩১ কোটি মার্কিন ডলার।
চলতি বছরের আগস্ট মাসে এসেছে ১১৯ কোটি মার্কিন ডলার। সেপ্টেম্বরে আগস্ট মাসের চেয়ে ১৫ কোটি মার্কিন ডলার বেশি এসেছে।
সবচেয়ে বেশি এসেছে বেসরকারি ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে।
রোববার (০৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের প্রতিবেদন থেকে এতথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন থেকে জানা গেছে, রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৯ কোটি মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯১ কোটি মার্কিন ডলার। বিশেষায়িত ও বিদেশি ব্যাংকের মাধ্যমে প্রায় ৩ কোটি মার্কিন ডলার।
আগস্টের চেয়ে সেপ্টেম্বরের রেমিটেন্স বাড়লেও কমেছে জুলাই থেকে। জুলাই মাসে এসেছিল ১৩৮ কোটি মার্কিন ডলার।