চট্টগ্রামে ফ্যাশন ব্র্যান্ড ‘আর্ট’র ২১তম আউটলেট উদ্বোধন

: দেশের স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড ‘আর্ট’র ২১তম আউটলেট উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ মে) বিকেলে চট্টগ্রামের নিউ মার্কেট বিপনী বিতানের নিচতলায় আউটলেটটির উদ্বোধন করেন র্যাংকস এফসি প্রোপার্টিস’র সিইও তানভীর শাহরিয়ার রিমন। এসময় ‘আর্ট’র চেয়ারম্যান মামুন চৌধুরী, নিউমার্কেট বিপনী বিতান মালিক সমিতির সভাপতি ছগীর আহমেদ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, তিলোত্তমা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা শায়লা আবেদিন প্রমুখ ।
সারাদেশে ঈদ উপলক্ষে ‘আর্ট’ সকল পোশাকে ২০ শতাংশ এবং পাঞ্জাবীতে ৩৫ শতাংশ ছাড় ঘোষণা করেছে ফ্যাশন ব্র্যান্ডটি।