নিহত যুবকের হাতে লেখা ছিল,কবিতা তুমি আমারে বাঁচতে দিলা না

রাসেল আহমেদ (ময়মনসিংহ):
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পরকিয়া প্রেমে ব্যর্থ হয়ে সোহেল মিয়া (৩৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (৩ মে) দুপুরে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের তারুন্দিয়া বাজারে এ ঘটনা ঘটে।
মৃত সোহেল মিয়া উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সরতাজ বাহেরা গ্রামের আব্দুর রহিমের ছেলে। সে স্থানীয় তারুন্দিয়া বাজারে কম্পিউটারের দোকান ছিল।
স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে সোহেলের ছোট ভাই জুয়েল দোকানে যান। দোকান বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করলেও দোকান না খোলায় জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পারেন সোহেল আড়ার সাথে ঝুলছে। এমতাবস্থায় জুয়েল চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে দোকার খুলে সোহেল ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, নিহতের হাতের তালুতে লেখা ‘কবিতা তুমি আমারে বাঁচতে দিলা না। তুই আমারে শেষ করে দিলে। আর হাতের কব্জির ওপরের অংশে লেখা- ‘কবিতা তুই আমারে বাঁচতে দিলে না।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, স্থানীয়দের কাছে খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।